বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ক্যাম্পাসে আসার সময় স্বপ্নচূড়া বাসে এ হামলার ঘটনার ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বপ্নচূড়া বাসের এক শিক্ষার্থী বলেন, আমাদের ডিপার্টমেন্টে অনুষ্ঠান থাকায় আমরা বাসে করে ক্যাম্পাসে আসছিলাম। বাসে ১৫ জন শিক্ষার্থী ছিলাম। সকাল আটটার পর বাস যখন জুরাইনের সিকে আসে তখন বাসে পাথর ছোড়ে। তবে কেউ আঘাত পাননি। বাসের তিনটি জানালার কাচ ভেঙে গেছে।
স্বপ্নচূড়া বাসের চালক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসটি যখন গেন্ডারিয়া স্টেশন অতিক্রম করে তখন পাশেই কিছু লোক রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। আমারা বাস সেখানে দাঁড় করালে তারা আমাকে আশ্বস্ত করে, শিক্ষার্থীদের বাসে কোন ধরণের সমস্যা হবে না। কিন্তু বাস চালিয়ে কিছু দূরে আসতেই তারা অতর্কিত ঢিল ছুড়ে মারে। বাসের ডান পাশের পিছনের পাশের দুটি কাঁচ ও পিছনের একটি কাচ ভেঙে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এটা রাষ্ট্রীয় সম্পদ। তা ছাড়া বড় কথা হলো বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং সে বিষয়ে কাজ চলমান।
অন্যদিকে রাজধানীর পঞ্চবটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের রজতরেখা বাসের সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগার ঘটনা ঘটে। কথা-কাটাকাটি শেষে চলে যাওয়ার সময় হাতে থাকা ইটের টুকরা দিয়ে বাসের কাচ ভেঙে দেন ওই বাইক চালক।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ঘোষিত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চলবে বলে জানানো হয়।