ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত একই পরিবারে তিনজনের গ্রামের বাড়ি ঝালকাঠিতে। মর্মান্তিক এ মৃত্যুর খবরে স্বজন ও আত্মীয়রা এখন শোকে বাকরুদ্ধ। কোনোভাবেই মানতে পারছেন না এমন মৃত্যু।
গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি। তখন সড়কে বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে ডুবে ছিলো। আর ওই রাস্তা দিয়ে ঝিলপাড়ার ভাড়া বাসার দিকে ফিরছিলেন চটপটি বিক্রেতা মিজানুর রহমান, স্ত্রী মুক্তা বেগম, সাত বছরের মেয়ে লিমা ও কোলে তাদের ২ মাসের আরেক ছেলে। এসময় পানিতে ডুবে থাকা ছেড়া তারে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে স্থানীয় মোহাম্মদ অনিক নামের এক তরুণও আহত হন। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মিজানুর, স্ত্রী মুক্তা বেগম তাদের সাত বছরের মেয়ে লিমা ও উদ্ধার করতে আসা অনিকসহ ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ২ মাসের শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে মিজানুর ঝালকাঠি শহরতলীর আগড়বাড়ি এলাকার পিঠা বিক্রেতা বশির হাওলাদারের ছেলে। মিজানুর ঢাকার ওই এলাকায় চটপটি বিক্রি করে সংসার চালাতেন। আশপাশেই তার শ্বশুর পরিবারও ভাড়া থাকেন। ঘটনার রাতে শ্বশুরে বাসা থেকেই ফিরছিলেন তারা।
নিহত মিজানুর রহমানের বড় ভাই আরিফুর রহমান জানান, বাবা বশির হাওলাদার তার ছেলে, পুত্রবধূ ও নাতির মরদেহ শনাক্ত করে ঝালকাঠি আনার জন্য ঢাকার উদ্দেশে শুক্রবার সকলে রওনা হয়েছেন। পরিবারের সবাই বাকরুদ্ধ। কেউ শোক সামলে উঠতে পারছেন না।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিহতেদের মরদেহ ময়নাতদন্ত শেষে ঝালকাঠিতে আনা হবে ।