জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। এদিন বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এ তালিকা প্রকাশ করা হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
জানা গেছে, মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করার মাধ্যমে ফল বিকেল থেকে দেখা যাবে।
অন্যদিকে রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে পাওয়া যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।