কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফেকেট কোর্স (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আগামীকাল সোমবার (২২ মে) থেকে শুরু হচ্ছে। আগামী বুধবার (২৪ মে) পর্যন্ত এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে পারেবন প্রতিষ্ঠান প্রধানরা।
রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, প্রতিটি ট্রেডে আসন সংখ্যা ৫০ জন। মূল আসন ৪০ জনের আর ড্রপআউট ১০ জন। প্রতি ট্রেডে নূন্যতম ৫ জন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি ট্রেডে শিক্ষার্থী সংখ্যা ৫ জনের কম হলে তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখায় বা সোস্যাল ইসলামী ব্যংকের আগারগাঁওয়ের বেগম রোকেয়া স্মরণীর শাখায় ডিডি করে পাঠাতে হবে।
বোর্ড আরো বলছে, রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার রশিদ অবশ্যই দেখাতে হবে। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে।
আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের ডাটা এডিট বা ডিলেট করা যাবে না বলেও জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।