দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নওগাঁর বদলগাছীর বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের জাতীয় পতাকা রাতে উড়ছিলো আকাশে। গত সোমবার রাতের এ ঘটনায় স্কুলটির প্রধান শিক্ষক দিলিপ কুমারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যক্তি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল।
সৈকত সোবহান নামের ওই ব্যক্তি অভিযোগে বলেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা উড়তে দেখা যায়। জাতীয় পতাকা সূর্যোদয় সময় উত্তোলন এবং সূর্যাস্ত পূর্বে নামিয়ে ফেলতে হয়।
জানতে চাইলে বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, আমার প্রতিষ্ঠানের মাঠে ওই দিন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয় তিনটার দিকে সে সময় লোকজনের ভীড় থাকায় জাতীয় পতাকা নামানো হয়নি। পরে একপর্যায়ে আমরা বিষয়টি ভুলে যাই। এটা আমার অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। তবে এরকম ঘটনা আর যেনো না ঘটে সেদিকে ভবিষ্যতে লক্ষ্য রাখবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমাকে বিষয়টি জানিয়েছেন এবং সহকারী শিক্ষা অফিসারকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
জানতে চাইলে বদলগাছীর উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।