জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ - দৈনিকশিক্ষা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে (https://grant.most.gov.bd/en/services/most/nst-fellowship)। পাবলিক বিশ্ববিদ্যালয়/অনুমোদিত স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে ভৌত বিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল/জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান/খাদ্য ও কৃষিবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়ের এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরত/গবেষণারত শিক্ষার্থী/ গবেষকরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত—

১. আবেদনকারীকে সংশ্লিষ্ট নীতিমালায় উল্লিখিত শর্ত ও নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।
২. অনলাইনে আবেদন করার আগে ওপরের লিংকের ওয়েব পেজ থেকে প্রথমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে(আইডিএসডিপি) নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হওয়ার পর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করার সময় আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপিসহ সব তথ্য/দলিলাদি সংযুক্ত/আপলোড করতে হবে।
৩. ৩০ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন সাবমিটের জন্য লিংক ওপেন থাকবে।
৪. একজন আবেদনকারী যেকোনো ১টি গ্রুপে কেবল ১টি আবেদন করতে পারবেন।

৫. পূর্ণকালীন ছাত্রত্ব না থাকলে (এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি যে পর্যায়েরই হোক) আবেদনের যোগ্য হবেন না। খণ্ডকালীন বা সান্ধ্যকালীন ছাত্রত্ব গ্রহণযোগ্য হবে না। এমএস/এমএসসি পর্যায়ে নবায়নের কোনো সুযোগ নেই।

৬. চাকরিজীবীরা কেবল এমফিল ও পিএইচডি পর্যায়ের ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। অফিসের অনুমতি না নিয়ে ভর্তি হয়ে থাকলে তিনি আবেদনের যোগ্য হবেন না।
৭. ‘অন্য কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান হতে শিক্ষা/গবেষণার জন্য কোনো প্রকার ফেলোশিপ/অনুদান গ্রহণ করেন না’ মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাসহ নির্ধারিত বাক্যসংবলিত অঙ্গীকারনামা স্ক্যানকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত/আপলোড করতে হবে। অঙ্গীকারনামার নমুনা ওয়েবসাইটে (www.most.gov.bd) পাওয়া যাবে।


৮. এমএস/এমএসসি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ দশমিক ৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৪ (স্কেল-৪)/৪.২৫ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
৯. এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ দশমিক ৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৩.২ (স্কেল-৪)/৪.০ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিল পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর এবং পিএইচডি পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব ৪৫ বছর।
১০. প্রাপ্ত আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের পর তালিকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যথাসময়ে ওয়েবসাইটের মাধ্যমে তারিখ ও স্থান জানিয়ে মৌখিক পরীক্ষা আহ্বান করা হবে।
সাক্ষাৎকারে ডাক পেলে যা করতে হবে-
১. এমএস/এমএসসি পর্যায়ের আবেদনকারীদের এসএসসি, এইচএসসি ও স্নাতক পাসের মূল সার্টিফিকেট দেখাতে হবে।
২. এমফিল ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীদের এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাসের মূল সার্টিফিকেট দেখাতে হবে।
সাক্ষাৎকার বোর্ডে যা জমা দিতে হবে-
ক. অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি।
খ. ‘অন্য কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা/গবেষণার জন্য কোনো প্রকার ফেলোশিপ/অনুদান গ্রহণ করেন না’ মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাসহ নির্ধারিত বাক্যসংবলিত অঙ্গীকারনামার মূল কপি জমা দেবেন।
গ. এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি পর্যায়ের ২০২৪-২৫ অর্থবছরে নতুন আবেদনকারীরা ৩ পাতার গবেষণা সিনোপসিসের ৪ কপি জমা দেবেন। ফেলোশিপ নবায়নের আবেদনকারীরা ৪  পাতার মধ্যে সীমিত গবেষণাকর্মের অগ্রগতি প্রতিবেদনের ৪ কপি জমা দেবেন।
ঘ. এমফিল ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীরা তাঁদের ভর্তির কনফার্মেশনপত্র জমা দেবেন।
ঙ. চাকরিজীবীরা তাদের ছুটির প্রমাণক জমা দেবেন।

শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0036029815673828