জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল-ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে ভর্তির জন্য কোটার মেধা তালিকাসহ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুয়ায়ী, কোটার মেধা ও অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ে আবেদনকারীর সাক্ষাৎকার আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত কোটার আসন পূরণ করা হবে। উল্লেখ্য যে, সাক্ষাৎকার বোর্ডে স্ব স্ব কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে।
আসন খালি থাকা সাপেক্ষে কোটার অপেক্ষমান তালিকা থেকে মেধার ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি ফি জমা দিতে পারবে। শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের (Migration) সুযোগ থাকবেনা।
উত্তীর্ণদের ভর্তি ফি জমা ও ফরম ডাউনলোড করার পদ্ধতি:
কোটার মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পে-স্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) এর মাধ্যমে ভর্তি ফি বাবদ ৫,০৩৫/- টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করার জন্য তথ্য দেয়া হবে।
এ পর্যায়ে শিক্ষার্থীকে তার রোল নম্বর ও পিন ব্যবহার ফয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login (NU On-Campus Honours Login) অপশন থেকে চূড়ান্ত ভর্তি পরম পূরণ করে তার প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এই প্রিন্ট কপির ফটোকপি এবং শিক্ষার্থীর মূল মার্কসশীট সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।