দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার রুটিন-২০২৪ প্রকাশ করা হয়েছে। পরীক্ষা প্রতিদিন বেলা ১টায় শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী শেষ হবে পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটিন অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১২ মে। ২২ ফেব্রুয়ারি ইসলামিক স্টাডিজ/অ্যাপ্লাইড হোম ইকোনমিকস/ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা।
কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের আগে নির্ধারিত স্থানে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।