মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষকেরা মানববন্ধন করেছেন। (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী মাধ্যমিক শিক্ষা পরিবার মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে ইউএনওর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার আলী, শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন বাদশা প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বলা হয়, বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা দেশের ৯৩ শতাংশ শিক্ষার্থীদের পাঠদান করেন। অথচ এই শিক্ষকেরা বৈষম্যের শিকার। তারা মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। ডাক্তারের পরামর্শ নিতে গেলে ৫০০ টাকার বেশি ফি দিতে হয়। শিক্ষকেরা তাদের মূল বেতনের মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা পান। জাতীয়করণ ছাড়া এসব বৈষম্য নিরসন সম্ভব হবে না।