জানুয়ারিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি, বয়সে ছাড় পাচ্ছেন প্রার্থীরা - দৈনিকশিক্ষা

জানুয়ারিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি, বয়সে ছাড় পাচ্ছেন প্রার্থীরা

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মার্চে প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা সাজিয়েছে সংস্থাটি।

তবে জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও চলতি বছরের নভেম্বরে যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, সেসব প্রার্থীরাও আবেদনের সুযোগ পেতে পারেন। বিজ্ঞপ্তি পিছিয়ে যাওয়ায় প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার প্রাথমিক এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

পিএসসি সূত্র জানায়, প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার বিষয়টি জটিল। এজন্য আগের বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতেই বিজ্ঞপ্তি প্রকাশে জোর দিয়েছেন পিএসসি কর্মকর্তারা।

কমিশনের কর্মকর্তারা বলছেন, ৪৬তম বিসিএস থেকে এক বর্ষপঞ্জিতে একটি বিসিএস শেষ করতে চান তারা। এজন্য ছয় মাস অন্তর একটি করে বিসিএসের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘পিএসসি জানুয়ারিতেই ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। বিজ্ঞপ্তি জানুয়ারিতে হলেও নভেম্বরে যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, আমরা তাদেরও আবেদনের সুযোগ দেবো। আমরা কাউকে বঞ্চিত করতে চাই না।’

 

তিনি আরও বলেন, ‘বিসিএসে অনেক জট লেগে আছে। আমরা এ জট থেকে বেরিয়ে আসতে চাই। বিসিএসকে জটমুক্ত করতে সব ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ৪৬তম বিসিএস থেকে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা হয়েছে। আমরা সবকিছু গুছিয়ে এনেছি।’

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0099940299987793