দুই মাস অপেক্ষার পর বিশেষ সুবিধা বা প্রণোদনার টাকা পাচ্ছেন মাদরাসার নতুন শিক্ষকরা। বকেয়াও দেয়া হবে তাদের। এ সুবিধা মূল বেতনের ৫ শতাংশ বা ১ হাজার টাকার কম হবে না, যা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। চলতি জানুয়ারি মাসের এমপিওর সঙ্গে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ সুবিধা দেয়া হবে। শিক্ষকদের এ টাকা দেয়ার সব প্রক্রিয়া গুছিয়ে এনেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত সেপ্টেম্বর মাসে ১১ হাজারের বেশি নতুন শিক্ষক বিভিন্ন মাদরাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ পেয়েছিলেন। স্কুল-কলেজের নতুন শিক্ষকরা বিশেষ প্রণোদনার টাকা পেলেও মাদরাসার নতুন শিক্ষকরা পাননি। গত ডিসেম্বর মাসের এমপিওর সঙ্গে তাদের এ টাকা দেয়া হবে বলে জানিয়েছিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কিন্তু সফটওয়্যার জটিলতায় তা দেয়া সম্ভব হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, জটিলতা কেটেছে।
জানতে চাইলে অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন, জানুয়ারি মাসের এমপিওর সঙ্গে মাদরাসার নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধার টাকা দেয়া হবে। তারা বকেয়াসহ এ টাকা পাবেন। তারা মূল বেতনের ৫ শতাংশ বা ১ হাজার টাকা বিশেষ প্রণোদনা পাবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী এ টাকা ১ হাজার টাকার কম হবে না।
কোন শিক্ষক কোন মাস থেকে বকেয়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রাপ্যতা অনুযায়ী এ সুবিধা পাবেন। যে শিক্ষক-কর্মচারী যে মাস থেকে এমপিওভুক্ত হয়েছেন, ওই মাস থেকেই তাকে বিশেষ সুবিধা দেয়া হবে।
জানতে চাইলে অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন দৈনিক আমাদের বার্তাকে বলেন, সমস্যার সমাধান হয়েছে। আমরা এ মাস থেকেই নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। জানুয়ারির এমপিও থেকেই মাদরাসার নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বকেয়াসহ পাবেন।
কর্মকর্তাদের আশা, ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড় হবে।
জানা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই মাস পর্যন্ত এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা ভাতা ইতোমধ্যে পেয়েছেন। এরপরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর সঙ্গে পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা দিতে সফটওয়্যার উন্নয়ন করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত নিয়োগ সুপারিশে পেয়ে বিভিন্ন মাদরাসায় ১১ হাজার ২৭৯ জন শিক্ষক যোগদান করেছেন। তাদের বেশিরভাগই গত কয়েকমাসে এমপিওভুক্ত হয়েছেন।
২০২৩ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি বছর ১ জুলাই তারিখে ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়-বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছিলো সরকার।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।