জাপানে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে।
বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুর দিকে টোকিওর একটি নম্বর থেকে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাক্সে ওই হুমকি দেয়া হয়।
এ ঘটনায় দেশটির বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনেক স্কুল আবার খুলে দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হুমকিদাতাকে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হামলার খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার (২৩ জানুয়ারি) একটি বার্তায় ৩৩০টির বেশি বোমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পেতে রাখার দাবি করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেয়া হয়। হুমকির ওই বার্তায় ৩-৩০ লাখ ইয়েন পর্যন্ত মুক্তিপণও দাবি করা হয়েছে।