জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে বেপরোয়া বাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাবি প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রবেশের প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে একথা বলেন।
তিনি বলেন, আমার পক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরে বাইক ও রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ক্যাম্পাসে অসংখ্য অনিবন্ধিত অটোরিকশা ও বাইক চলে। কোনটা শিক্ষার্থীদের বাইক আর কোনটা বহিরাগতদের বাইক তা চেনা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনায় আফসানা রাচি নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন আফসানা রাচি। পরে তাকে উদ্ধার করে জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় জাবিতে ব্লকেড
আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তাসহ আট দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতা-কর্মীরা। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে সেখানে আরও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মী, সদস্য ও শিক্ষার্থীরা যোগ দেন। রাত সাড়ে ১০টায় শেষ খবার পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন।