জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সহযোগী অধ্যাপক জাহিদুল করিম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। অপর সূত্রে জানা গেছে তিনি ওখানকার এক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি পেয়েছেন। এরপরই তিনি ফেসবুকে এমন ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) জাহিদুল করিম তার নিজ ফেসবুক প্রোফাইলে অব্যাহতিপত্রটি পোস্ট করেন। এ ব্যাপারে খুদে বার্তা পাঠিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর করা এ অব্যাহতিপত্র রেজিস্ট্রারকে মেইল করেছেন বলে নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদুল করিম ২০১০ খ্রিষ্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। শিক্ষা ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।
মারা যাওয়া শিক্ষার্থী ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি থেকে অব্যাহতি ঘোষণা করছি।
অব্যাহতিপত্রের ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানকে মোবাইলে কল দেয়া হলে তিনি কেটে দেন।