তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের রাজ্জাক প্লাজায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মোবাইল দোকানিদের সংঘবদ্ধ হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মোবাইল ফোনের পার্টস খুলে রেখেছে বলে অভিযোগ করেন ঐ শিক্ষার্থী।
পরবর্তীতে তার কয়েকজন বন্ধু দোকানদারদের সাথে কথা বলতে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকটি দোকানের কর্মচারীরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় ৫১ ব্যাচের এক শিক্ষার্থীর মাথায় ধারালো যন্ত্র দিয়ে এবং অপর এক শিক্ষার্থীর পিঠে উত্তপ্ত লোহা দিয়ে আঘাত করা হয়। আহত অপর তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরবর্তীতে ক্যাম্পাস থেকে আরও কিছু শিক্ষার্থী আসলে তাদের সাথে সংঘর্ষ হয় দোকানদারদের। এসময় মার্কেটের মূল ফটক আটকে দেয়া হয় ফলে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে। সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আমি এখনও ডিটেইলস জানি না। সবার সাথে কথা বলি। এরপর বলতে পারবো।
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্জাক প্লাজার ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মার্কেট প্রশাসনের মধ্যে বৈঠক চলছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।