সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধসহ দ্রুত সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। সেই সঙ্গে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের কাছে হয়রানির শিকার হতে হয় সাধারণ শিক্ষার্থীদের। এ জন্য বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা আরো জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এ জন্য তারা নতুন ভিসির মাধ্যমে ক্যাম্পাসে এসব দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ দেখতে চান। পাশাপাশি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।