আজ ১৮ আগস্ট (শুক্রবার) নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের ৭৪তম জয়ন্তী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে তাঁর জন্মজয়ন্তী পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে সকাল দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সামনে এক র্যালির মাধ্যমে জয়ন্তীর কর্মসূচি শুরু হয়।
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নাট্যজন শহিদুজ্জামান সেলিম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. হারুন অর রশীদ খান, অধ্যাপক ড. ইউসুফ হাসান, অধ্যাপক ড. ছানোয়ার হোসেন, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নির্দেশক, সেলিম আল দীনের গুণগ্রাহীরা এতে অংশগ্রহণ করেন।
র্যালিটি সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। এরপর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর থিয়েটার, স্বপ্নদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, অন্বিতা সেলিম আল দীন পাঠশালা, বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শহিদুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন, সম-সাময়িক সমাজ, সংস্কৃতি ও রাজনীতিতে সেলিম আল দীন এখনও প্রাসঙ্গিক। আধুনিক নাট্য ব্যক্তিত্ব হিসেবে সেলিম আল দীন এখনও সমাদৃত। সেলিম আল দীনের প্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে সেলিম আল দীনের সৃষ্টি-কর্ম অম্লান হয়ে থাকবে।
সেলিম আল দীনের ৭৪তম জয়ন্তী উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নাটকের গান, সেমিনার, চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করে।