জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্লানেটারি হেল্থ, বাংলাদেশ ও জিওইনফরমেটিক্স’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ‘জিওস্পেশিয়াল সাইন্স ফর ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্ট লাইভ্স’ সিরিজের প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হয়।
এতে কানাডার ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের দাদালেহ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ রির্সাচ ইনস্টিটিউটের প্লানেটারি হেলথ রির্সাচ ফেলো ড. ব্যোমকেশ তালুকদার প্রথম লেকচারটি উপস্থাপন করেন। ড. ব্যোমকেশ তালুকদার তার বক্তব্যে প্লানেটারি সিস্টেমের পরিবর্তনের প্রেক্ষিতে আর্ন্তসম্পর্কিত বৈশ্বিক ও স্থানীয় ক্ষেত্রে স্বাস্থ্য, খাদ্য, অর্থনীতি ও জলবায়ু ইত্যাদি প্রক্রিয়াগুলোর পরিবর্তনের বিভিন্ন আঙ্গিক তুলে ধরেন।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. তাজউদ্দিন সিকদার। তিনি বলেন, একসময় মানুষ স্বাস্থ্যকে তাঁর ব্যক্তিগত বিষয় হিসেবে দেখলেও বর্তমানে সমগ্র বিশ্ব একটি কমন স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যদিয়ে পরিচালিত হচ্ছে। পৃথিবীর কোনো একপ্রাপ্তে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হলে তা সমগ্র পৃথিবীকে প্রভাবিত করছে।
সঞ্চালক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এই ধরণের পাবলিক লেকচার অত্যন্ত জরুরি। ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস প্রতিমাসে সমসাময়িক বিষয় ও এর সঙ্গে সম্পর্কিত জিওস্পেশিয়াল তথ্যের গুরুত্ব তুলে ধরে একটি করে লেকচার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি এই লেকচার সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কমনা করেন।ইনস্টিটিউট অব রিমোট সেনিসং অ্যান্ড জিআইএসের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় জাবিসহ ভারত ও নেপালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।