দৈনিক শিক্ষাডটকম, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কানাডা প্রবাসী ৬৩ বাংলাদেশি নাগরিক।
বিবৃতিতে তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি নামের দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের আদেশ দিয়েছে। একই সাথে রাষ্ট্রীয় আইনে এই দুই মেধাবী ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ কিংবা একাডেমিক বা ডিসিপ্লিনারি সভা ছাড়াই বহিষ্কারের এই ঘটনা চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ন্যক্কারজনক।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একটি প্রগতিশীল ছাত্র সংগঠন ধর্ষণবিরোধী দেয়ালচিত্র এঁকেছে। এতে করে প্রশাসন ঐ ছাত্র সংগঠনের প্রধান দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই দুইজন ছাত্রনেতার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, আমরা আরও দাবি জানাচ্ছি যে, অনতিবিলম্বে নারীর প্রতি সহিংস আচরণকারী ধর্ষকদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আশা করি, ধর্ষক ও নিপীড়কমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
বিবৃতি দাতাদের নামের তালিকা (বর্ণ ক্রমানুসারে)
• অধ্যাপক স্বপন বিশ্বাস- সেন্টেনিয়াল কলেজ
• অধ্যাপক টিটো খন্দকার -সেন্টেনিয়াল কলেজ
• অধ্যাপক শাহাবুদ্দিন স্বপন- সেন্টেনিয়াল কলেজ
• অধ্যাপক আতাউর রহমান- সেনেকা কলেজ
• অধ্যাপক আজিজুল হক- মুক্তিযোদ্ধা
• অধ্যাপিকা ফারজানা আজিম শিউলি - লেখিকা, শিক্ষক
• অরুনা হায়দার- নৃত্যশিল্পী
• অখিল সাহা- সাংবাদিক
• আজিজুল মালিক - মুক্তিযোদ্ধা
• আসমা আহমেদ- মিডিয়া ব্যক্তিত্ব
• আলিয়া শরাফী -সঙ্গীত শিল্পী
• আসিউজ্জামান - সমাজ কর্মী, সাংবাদিক
• আজফর সৈয়দ ফেরদৌস- সভাপতি - পিডিআই কানাডা
• আরিফ মোরশেদ- সাবেক ছাত্রনেতা, জা: বি:
• আখতারুজ্জামান স্বপন- সাবেক ছাত্রনেতা
• আশরাফ রানা: প্রাক্তন শিক্ষার্থী, জা:বি , ব্যবসায়ী
• আশরাফি নাহিদ : প্রাক্তন শিক্ষার্থী জা:বি , আবৃত্তিশিল্পী
• কাজী জহির উদ্দিন- সাবেক সদস্য চাকসু
• কামরান করিম- আবৃত্তিশিল্পী
• জয় দাশ- গণসংগীত শিল্পী
• ড. ইখতিয়ার ওমর- শিক্ষাবিদ,সঙ্গীত শিল্পী
• ড. সাইদুজ্জামান- প্রকৌশলী পরামর্ষ্ক
• ড. মমতাজ মমতা- রবীন্দ্রসঙ্গীত শিল্পী
• দেলোয়ার এলাহী - কবি
• দুলাল পাল- সমাজকর্মী
• নাদিরা ওমর- সঙ্গীত শিল্পী
• নাসির উদ দুজা- ডাকসুর সাবেক সহ সাধারণ সম্পাদক
• নাদিম ইকবাল- চলচ্চিত্র নির্মাতা
• পারভেজ চৌধুরী - সংস্কৃতি কর্মী
• পিকে আর তুষার - সাবেক ছাত্রনেতা
• ফারজানা চৌধুরী বিন্দু- সংস্কৃতি কর্মী
• বিদ্যুৎরঞ্জন দে - সমাজকর্মী
• মাহবুব আলম- সাবেক ছাত্রনেতা
• মোহাম্মদ মাশুক মিয়া- সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা সমিতি
• মোহাম্মদ কামরুজ্জামান- নাট্য নির্দেশক
• মনিস রফিক- সাংবাদিক
• মিনারা বেগম- সাধারণ সম্পাদক, কানাডা উদীচী
• মাসুদুর গাজী - সাবেক ছাত্রনেতা
• মনির জামান রাজু- সা: সম্পাদক, পিডিআই কানাডা
• মনজুর আহমেদ মিনু- সাংবাদিক
• মোস্তফা হক- নাট্যকার
• রানা দেব- সমাজকর্মী
• রোমান চৌধুরী- নাট্যকর্মী
• রেজা অনিরুদ্ধ - কবি
• রানা সুলতানা- রাজনৈতিক কর্মী
• শওগাত আলী সাগর- সাংবাদিক
• শাহীন হাসান- কানাডা পোস্ট ইউনিয়ন নেতা
• শেখর গোমেজ - আবৃত্তিশিল্পী
• শাহজাহান কামাল- রবীন্দ্রসঙ্গীত শিল্পী
• সৈয়দ নাজমুল হোসেন মনা- মুক্তিযোদ্ধা
• সৌমেন সাহা- সাবেক ছাত্রনেতা
• স্বপন সরকার- সমাজকর্মী
• সোলায়মান তালুত রবিন- সংস্কৃতি কর্মী
• সাওগাত আলি সাগর- সাংবাদিক
• সুভাষ দাস - সভাপতি, কানাডা উদীচী
• সুব্রত পুরু- সংস্কৃতি কর্মী
• সায়দুন ফয়সাল- সম্পাদক, সাপ্তাহিক দেশের আলো
• সবুজ চৌধুরী - সমাজকর্মী
• সেলিম হিমাদ্রী- সাহিত্যিক, অনুবাদক
• হাবিব দুলাল- নাট্যকর্মী
• হাবিব রহমান- সমাজকর্মী
• হাসান মাহমুদ - গবেষক লেখক
• হিমাদ্রী রায়- আবৃত্তিশিল্পী