দশ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে।
রোববার দুপুরে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল সেটা কমিশনার যাচাই করে অনুমতি দিয়েছেন।
মন্ত্রী বলেন, তারা বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি তারা ভাঙচুর করে। সব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মো. মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায় জামায়াতে ইসলামী। দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার সমাবেশ করতে চাইলেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তাদেরকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কর্মসূচি পালনের অনুমতি দেয়। পরে শনিবার সেখানে তারা সমাবেশ করে।
সবশেষ ২০১৩ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল জামায়াতের কর্মসূচি।