ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে এক সাংবাদিকসহ দুজনকে জেলহাজতে পাঠিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক আবদুল মজিদ। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন।
জেলহাজতে পাঠানো সাংবাদিকের নাম খন্দকার মিলন আল মামুন । অন্যজন স্থানীয় নুর আলম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপেরহাট গ্রামের রফিকুল ইসলামের জমি নিয়ে ওই
এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভ করেন। সাংবাদিকের ফেসবুক আইডি থেকে ওই লাইভ করা হয়। লাইভে রফিকুলের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। পরে রফিকুল সাংবাদিক খন্দকার মিলন আল মামুন ও স্থানীয় নূর আলমের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেন।
রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআইয়ের পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিককে জেলহাজতে পাঠানোর ঘটনায় হতাশা প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।