জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৮ এপ্রিল থেকে এ ভাতা বন্ধ রয়েছে। ১৬ মে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে গবেষণা ভাতা প্রদান বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষক শিক্ষক। দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন বলেন, এটা খুবই দুঃখজনক। জাবি শিক্ষক সমিতির সভাপতি ও গবেষক অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ভাতা দিলে শিক্ষকরা গবেষণা করতে অনুপ্রাণিত হন। হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা আমার ঠিক জানা নেই।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গবেষণা ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হতো।