মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। এ ছাড়াও তাকে পদত্যাগ করতে চাপ দেয়া হচ্ছে। সম্প্রতি এমন অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
তবে শিক্ষকদের একটি পক্ষ দাবি করেছেন অধ্যক্ষের কক্ষে প্রতিষ্ঠানের সব নথি সংরক্ষিত রয়েছে। তাই নথি সংরক্ষণের স্বার্থে সবার উপস্থিতিতে কক্ষে অতিরিক্ত দুইটি তালা লাগানো হয়।
এদিকে অধ্যক্ষ অভিযোগ করে বলেন, গত ২২ ও ২৭ আগস্ট বহিরাগত কিছু লোকজন প্রতিষ্ঠানের ভিতরে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের জোর করে আমার বিরুদ্ধে আন্দোলন করায়। এ ছাড়াও এরা বালিকিা শাখার শ্রেণিকক্ষে ঢুকে তাদের প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আন্দোলন করায়।
তাই ২৭ আগস্ট আরিফ আলম, ইমন এবং পরশসহ কিছু দুষ্কৃতকারী বিদ্যালয়ে ঢুকে আমাকে না পেয়ে আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়, ফলে আমি অফিস কক্ষে প্রবেশ করতে পারছি না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোনো সময় জোর করে আমার কাছ থেকে পদত্যাগপত্রে সই নিতে পারে। আমার জানমালের ক্ষতি করতে পারে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।