কাপড় দিয়ে ঢেকে শহীদ মিনার আড়াল করে বেদিতে মঞ্চ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে জুতা পায়ে উঠে পুরস্কার দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোজাফফর হোসেনসহ অতিথি ও শিক্ষকরা। ভাষার মাসে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
গত শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি মোজাফফর হোসেনসহ অন্য অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেন।
জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম বলেন, তিনি অনুষ্ঠানে ছিলেন। স্কুল কর্তৃপক্ষ শহীদ মিনারে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে সকল অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেছেন। তাদের সঙ্গে তিনি উঠেছেন।
বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘প্রতিবছর শহীদ মিনারেই অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও করা হয়েছে।
জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, কোন মানুষের শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে ওঠা ঠিক নয়। এটাতো সাধারণ মানুষও জানে।
এ বিষয়ে এমপি মোজাফফর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে এমপি স্যারসহ আমরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হই। তখন মঞ্চে অনান্য অতিথিরা বসে ছিলেন। অপরদিকে পুরো শহীদ মিনার ছিল পর্দায় আবৃত। ফলে কোন কিছুই বোঝার উপায় ছিলো না। অন্যায় কিছু হয়ে থাকলে সেটা স্কুল কর্তৃপক্ষের হয়েছে।