যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই শিক্ষার্থীর নাম সাকিন তানভীর, তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
রোববার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার (২ এপ্রিল) সাময়িক বহিষ্কারের অনুমোদন দেন করেন। সামরিকভাবে বহিষ্কৃত এই শিক্ষার্থীকে কৃত অপরাধের জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। তাকে ৭ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।