ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষক সমিতির নেতারা এক সভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সায়েদুল আলম সরোয়ার।
সভায় সভাপতিত্ব করেন কুলকাঠি শহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ।
সভায় বক্তব্য দেন, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রিয়াজ মোরশেদ তালুকদার, সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল করিম শাওন, ঝালকাঠি সদর উপজেলা শিক্ষক নেতা মো. সালাউদ্দিন আহমেদ, মো. শহিদুল ইসলাম, রাজাপুর উপজেলার শিক্ষক নেতা মো. আবুল কালাম তালুকদারসহ আরো অনেকে।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির নেতারা গা ঢাকা দেয়ায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। সভায় উপস্থিত ঝালকাঠি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মতিক্রমে পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাহিদুল ইসলামকে আহ্বায়ক ও পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিউল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তীতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ করবেন।