দৈনিক শিক্ষাডটকম, পবিপ্রবি : জ্ঞান সৃষ্টির অন্যতম প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। দক্ষিণবঙ্গ তথা সারা দেশের এক উজ্জ্বল প্রতীক এ প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে জ্ঞান-মেধা ও দক্ষ মানুষ তৈরির সূতিকাগার হিসেবে পরিচিতি লাভ করেছে।
এর পেছনে রয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস ত্যাগ ও পরিশ্রম। অবকাঠামোগত ধারাবাহিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি আধুনিকতার ছোঁয়া পেতে চলেছে। এ দুর্গম এলাকায় এমন একটি সুন্দর অবকাঠামোগত এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে দেশ-বিদেশের আগত সকল নাগরিক অভিভূত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের গতিধারা অব্যাহত রাখতে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কম্পনেন্টকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে আজ ছাত্র-ছাত্রীরা নির্ধারিত সময়ে ডিগ্রি নিতে পারছেন।
শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা তাদের প্রাপ্য পদোন্নতি যথাসময়ে পেয়ে যাচ্ছেন। তার এই উদারনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিজীবীর বিরূপ মন্তব্য পাওয়া যায় না। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ের একটি বড় গুণ সকলেই নিজ নিজ ক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছেন।
আশা করা যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করবে।