কুড়িগ্রাম শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদা আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের একের পর এক অনিয়ম বেরিয়ে আসছে। জাল সনদ দিয়ে সভাপতি ও শিক্ষক নিয়োগের ঘটনা প্রকাশ হওয়ার পর এবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের বিরুদ্ধে। এ নিয়ে জ্যেষ্ঠ এক শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কলেজটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইদুল আরীফ অধিদপ্তরের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৩ ধারা অনুযায়ী প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে বিবেচনায় মজিদা আদর্শ ডিগ্রি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম জ্যেষ্ঠতার দিক থেকে তিন নম্বর ক্রমিকে রয়েছেন। সনদ জালিয়াতির দায়ে সদ্য অব্যাহতি পাওয়া কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম টুকু ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু যোগসাজসে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস থেকে আব্দুস সালাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
কলেজ সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আব্দুস সালামকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে বলে কলেজটির জেষ্ঠ্য শিক্ষক ও ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান ২০২২ খ্রিষ্টাব্দের ২৩ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের সেপ্টেম্বরে অভিযোগকারী শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করার জন্য কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেয় অধিদপ্তর। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও সদ্য অব্যাহতি প্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম টুকু সেই নির্দেশ বাস্তবায়ন করেননি। চলতি বছরের জানুয়ারি মাসে আবারও লিখিত পত্রের মাধ্যমে বিষয়টি মহাপরিচালকের নজরে আনেন শিক্ষক আনিছুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজের জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
গত ৯ এপ্রিল অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৩ ধার অনুযায়ী জেষ্ঠ্যতা নির্ধারণ করে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
জানতে চাইলে জেলা প্রশাসক ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাইদুর আরীফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগে কীভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে তা আমি জানি না। অধিদপ্তর চিঠি পেয়েছি। সার্বিক বিষয় যাচাই বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।