দৈনিকশিক্ষাডটকম , জয়পুরহাট : জয়পুরহাটে স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। এ বছরে নতুন বই হাতে পেয়েছেস ১১ লাখ ৬২ হাজার ৮৪৫ শিক্ষার্থী।
সোমবার সকালে সাড়ে ১২টায় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. সবুর আলী। পরে তিনি নিজ হাতে শিক্ষার্থীর নতুন বই তুলে দেন। এ সময় নতুন বই পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি, মাধ্যমিক পর্যায়ে ৫ লাখ ৮৭ হাজার ৭২টি ও মাদরাসায় ১ লাখ ৮৮ হাজার ৯৮০টি বই দেয়া হয়।
এ সময় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।