গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জয়পুরহাটে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলমসহ অন্যান্য প্রতিনিধিরা বক্তব্য দেন। এছাড়াও মতবিনিময় সভায় জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।