প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জয়পুরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন সদর উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর ড. মো. শাহাদুর রহমান চৌধুরী। পেশাগত দক্ষতা, একাডেমিক যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের অসামান্য অবদান রাখায় সার্বিক বিবেচনায় তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
গত ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাকটর হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।
১৯৭৫ খ্রিষ্টাব্দের ১ জুলাই নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন ড. মো. শাহাদুর রহমান চৌধুরী। তার বাবা ফজলে আজিজ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। শাহাদুর রহমান চৌধুরী ২০০৩ খ্র্রিষ্টাব্দ থেকে শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে প্রশিক্ষক ও মেন্টরের ভূমিকায় আছেন।
জানা গেছে, আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত ৫টি গবেষণা প্রবন্ধ আছে। ড. মো. শাহাদুর রহমান চৌধুরী এর আগে ইন্সট্রাকটর হিসেবে নওগাঁর সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ২০১৯ খ্রিষ্টাব্দে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাকটর নির্বাচিত হয়েছিলেন বলে জানা গেছে।