(সংশোধিত) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ ও এর সর্বশেষ ২০২৪ পরিমার্জন অনুযায়ী সরকারি বিধিমোতাবেক নিম্নোক্ত এমপিওভুক্ত শূন্যপদে নিয়োগ প্রদান করা হবে। (১) প্রধান শিক্ষক, গ্রেড-৭, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বি.এড ডিগ্রী/সমমান সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ গ্রহণযোগ্য না। (ইনডেক্সসহ সহকারী প্রধান শিক্ষকের ৩বছর অভিজ্ঞতা) (২) সহকারী প্রধান শিক্ষক, গ্রেড-৮, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বি.এড ডিগ্রী/সমমান সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ গ্রহণযোগ্য না। ট্রেড এ্যাসিস্টেন্ট (ক) জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস (খ) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস, গ্রেড-১৬ কোন ।(ইনডেক্সসহ ১০বছর অভিজ্ঞতা) (৩) স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড, এইচ.এস.সি (ভোকেশনাল) (ব্যবসায় ব্যবস্থাপনায়) ২য় বিভাগ (সমমান সিজিপি) ১টির বেশি ৩য় বিভাগ গ্রহন যোগ্য না। (৪) কম্পিউটার ল্যাব অপারেটর, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ৩বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান (৫) অফিস সহায়ক/নিরাপত্তা কর্মী/আয়া, ১জন করে গ্রেড-২০, জে.এস.সি/জে.ডি.সি/সমমান, ১ ও ২নং পদের জন্য ২,০০০ ও অনান্য পদের জন্য ১,০০০ মূল্যমানের পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ১৫ দিনের মধ্যে ডাকযোগে/সরাসরি বিদ্যালয়ের অফিসে বিকাল ৫টার মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
পূর্বের আবেদনকারীদের পুনঃআবেদনের প্রয়োজন নেই।
যোগাযোগ:- সভাপতি, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ।
মোবাইল:- 01711354533