ঝালকাঠি শহরের থানার খালসহ বিভিন্ন খালগুলো ডিপ ড্রেনের নামে সংকোচিত করার প্রতিবাদ ও বহমান খালগুলো খননের দাবি জানিয়েছেন পৌরবাসী। এ দাবিতে মানববন্ধন করেছেন তারা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আককাস সিকদার, হাসান মাহাম্মুদ, কাজী মারুফ ইরান, শাকিল রনি, জাহিদ হোসেন জিতুসহ অনেকে।
বক্তারা বলেন, একসময় ঝালকাঠি শহরের মধ্য দিয়ে ১০ থেকে ১৫টি খাল বহমান ছিলো। এই খালগুলো দিয়ে নিয়মিত নৌকা চলাচল করতো। ঝালকাঠি শহরের ময়লা আবর্জনা নেমে যেত। বৃষ্টির পানি সাথে সাথে নেমে যেতো। ফলে কোনা জলাবদ্ধতা হত না।
তারা আরও বলেন, বর্তমানে বেশিরভাগ খাল দখলদারদের কবলে পরে মরে গেছে। পৌরসভা খাল খননের কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং ডিপ ড্রেন নির্মাণের নামে খালগুলো সংকোচিত করছে। যার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দ্রুত এই খালগুলো খননের দাবি জানানো হয় মানববন্ধনে।