দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সিমেন্টবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার পরে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গাবখান এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
এর আগে জেলার গাবখান টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশায় একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেটকারও চাপা পড়ে। এ দুর্ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ড. জহিরুল ইসলাম।
ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলে মারা যান। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরো ৭ জন মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেয়া হবে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর উদ্ধার কার্যক্রম চলমান আছে।
দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।