'শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ (আইসিটি ও শিক্ষা)। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বৈশ্বিক মঞ্চেও দৃশ্যমান। শিক্ষকদের অর্জন এবং কৃতিত্ব তাদের নিরলস প্রচেষ্টার যথার্থ প্রমাণ।
সভায় বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা সভাপতি এবিএম আনিসুর রহমান পলাশ, আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।