টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড়, স্থগিত করলো বোর্ড - দৈনিকশিক্ষা

টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড়, স্থগিত করলো বোর্ড

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী |

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছিল। টাকার বিনিময়ে এই নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ পেয়ে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড । মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) এই পরীক্ষা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

আজ বুধবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গোদাগাড়ীর চাপাল গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, মেধার মূল্যায়ন না করে টাকার বিনিময়ে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

মাহবুবুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি এই স্কুলের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে পদটি শূন্য হয়। এরপর কিছু প্রভাবশালী ব্যক্তি স্কুল কমিটির সভাপতি শাহ মোহাম্মদকে নিয়োগের জন্য চাপ দিতে থাকেন। চাপে পড়ে অসুস্থ শাহ মোহাম্মদ পদত্যাগ করেন। পরে কমিটির এক সদস্যকে সভাপতি বানিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগের জন্য নিজেদের পছন্দের ব্যক্তিদের আবেদন করানো হয়েছে। মেধা নয়, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও এই অভিযোগে দাবি করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম বলেন, ‘এক ব্যক্তি শিক্ষা বোর্ডে এই নিয়োগের বিষয়ে অভিযোগ করেন। শিক্ষা বোর্ড তখন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে। সে অনুযায়ী ইউএনও আমাকে নিয়োগ স্থগিত রাখতে বলেন। আমি এই নির্দেশনা স্কুল কর্তৃপক্ষ ও নিয়োগ কমিটির সদস্যদের জানিয়ে দিয়েছি।’

নিয়োগ কমিটির সদস্য রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, ‘টাকা নিয়ে নিয়োগ দেওয়া হবে এটা কি আগাম জানা যায়? যিনি অভিযোগ করেছেন, তিনি জানলেন কীভাবে? এটা কোনো কথা নয়। আসলে নির্বাচনের মাঝে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’

গোদাগাড়ীর ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘আমি অভিযোগের অনুলিপি পেয়েছিলাম। তাতে দেখেছি যে, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ করা হয়েছে। শিক্ষা বোর্ডে এ নিয়ে অভিযোগ হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দেখবে। আপাতত নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।’

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043058395385742