টাকার বিনিময়ে সনদ : ভুয়া উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট - দৈনিকশিক্ষা

টাকার বিনিময়ে সনদ : ভুয়া উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রার্থী সংগ্রহ করা হতো। তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদসহ বিভিন্ন পেশার সনদ প্রদান করত চক্রটি। এক বছর আগে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এ ঘটনায় রাজধানীর রমনা থানার মামলা তদন্ত শেষে ভুয়া উপাচার্যসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী জোনাল টিমের পরিদর্শক রোকনুজ্জামান খান।

এ বিষয়ে পরিদর্শক রোকনুজ্জামান খান বলেন, ‘তদন্ত শেষে এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।’ চার্জশিটভুক্ত আসামিরা হলেন নুরুল হক সরকার, সাইদুর রহমান ওরফে নজরুল, দেবাশীষ কুণ্ডু, আমান উল্লাহ, মাহফুজুর রহমান ও ইমরান খান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মদ, নূর আহাম্মেদ ও নূর আফরোজা ইভাকে দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। গত ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ৯ জুলাই চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হবে। অভিযোগপত্রে বলা হয়, নুরুল হক সরকার নিজেকে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং পিচ ব্লেন্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে পরিচয় দেন। অথচ এ নামে কোনো প্রতিষ্ঠানের অনুমোদন, ক্যাম্পাস বা ছাত্রছাত্রী নেই। প্রার্থীদের কাছে থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভুয়া সনদ প্রদান করে আসছিলেন নুরুল হক। মোয়াজ্জেম, নুরুল হকের অফিসের দারোয়ান।

সাইদুর রহমান, দেবাশীষ কুণ্ডু, আমান উল্লাহ, মাহফুজুর রহমান, নুরুল হকের প্রতিষ্ঠান থেকে ডাক্তারির ভুয়া সনদ অর্থের মাধ্যমে সংগ্রহ করে মানুষের অপচিকিৎসা করত। সাইদুর রহমান ও আমান উল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বছরের ৬ এপ্রিল রাজধানীর মালিবাগর প্যারামাউন্ট টাওয়ারে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য ভুয়া সনদপত্র, টেস্টিমোনিয়াল, ট্রান্সক্রিপ্ট, নকল সিল, ব্যাংকের চেক, ভুয়া সনদ প্রদানের বিজ্ঞাপনের পেপার কাটিং ও লিফলেট ইত্যাদি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শ্যামল চন্দ্র দেব নাথ মামলা করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
 
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0036649703979492