সারাদেশের মতো টাঙ্গাইলেও রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার মোট ৭৯টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ৫৩ হাজার ২২২জন।
রোববার প্রথম দিনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অনান্য কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারি নিদের্শনায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে।