নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় আবু তাহের তন্ময় (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু তাহের নারায়ণগঞ্জ ফতুল্লার শান্তিনগর এলাকার মো. সম্রাট মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণি ছাত্র ছিল।
নিহত শিক্ষার্থীর প্রাইভেট কোচিং শিক্ষক মো. মহসিন জানান, আবু তাহের তন্ময় নারায়ণগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণি ছাত্র ছিল। বিকেলে কোচিং শেষ করে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে ফতুল্লার ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তার ডান হাত ভেঙে যায় এবং বুকে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসক তাকে ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।