সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ফরিদ উজ জামান রিফাত নিহত হয়েছেন। সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। রিফাত বাকৃবির দ্বিতীয় বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ও ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যতে শোকাহত পুরো বাকৃবি পরিবার।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে পিতাকে ডাক্তার দেখিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় নিজ বাসায় যাচ্ছিলেন রিফাত। ফেরার পথে নেত্রকোনা পূর্বধলা উপজেলায় তাদের বহনকারী সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিফাত ও তার বাবা সহ সিএনজিতে অবস্থানরত আরও দুজন যাত্রী আহত হন। পরবর্তীতে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত নেত্রকোনা পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে বাকৃবির শিক্ষার্থী ছিলেন। তার অকাল বিদায়ে স্তব্ধ তার বন্ধু, পরিবার ও স্বজনেরা। শোকের ছায়া নেমেছে শিক্ষক এবং সহপাঠীদের মাঝে।
তার বিদায়ের খবরে তার এক সহপাঠী শোক প্রকাশ করে বলেন, 'আজকে দুপুর এ ফরিদ এর লগে দেখার পর ফরিদ বললো বন্ধু গাছে জাম পাকছে চল হলে জাম খাবো। আজকে গেলাম নাহ। আজকে বন্ধু একেবারে চলে গেলো। এখন জাম খাওয়াবে কে!' নিহত ফরিদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার বাসায় পাঠানো হয়েছে। শুক্রবার (১৬জুন) বাদ জুম্মা তার জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।