গাজীপুর মহানগরের পূবাইলে ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে টঙ্গী ভৈরব রেললাইনের মিরেরবাজার রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন মিয়া ভোলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পূবাইলের মিরেরবাজার এলাকায় মো. নেছার আলীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শাহাবুদ্দিন জন্ম থেকেই বাক প্রতিবন্ধী ছিলেন। বুধবার কাজে যাওয়ার উদ্দেশ্যে শাহাবুদ্দিন সকালে বাসা থেকে টিফিন বক্স সঙ্গে নিয়ে বের হন। পরে পূবাইলের মীরের বাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। ওই সময় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে শাহাবুদ্দিনের ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।