‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) জেলার ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।
প্রবন্ধ উপস্থাপন কালে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। শুধুমাত্র এই শিক্ষার মাধ্যমে দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব দূর হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে প্রযুক্তির দিকে টিকে থাকতে হলে আমাদের কারিগরি শিক্ষা গ্রহণ করে এর সঠিক ব্যবহার করতে হবে।’
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সিংহ, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রতিষ্ঠানটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।