ডিআরএমসি সমাজসেবা ক্লাবের সুনাম দিন দিন ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের মধ্যে সৎ চিন্তা, সৎ কর্ম, মানবিক মূল্যবোধ এবং সমাজসেবার বোধ ছড়িয়ে দেয়ার উদ্দেশে ২০১৯ খ্রিষ্টাব্দে ক্লাবটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি সমাজসেবামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সম্প্রতি ক্লাবটি ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করে সুখ্যাতি অর্জন করেছে।
এ ছাড়াও ক্লাবের সদস্যরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ, মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। মাদক, ডেঙ্গু ও করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সেমিনার ও প্রচার-প্রচারণার আয়োজন করছে।
ক্লাবটি মূলত শিক্ষার্থীদের মানবিকতা চর্চা ও সমাজ সেবামূলক কাজের ব্যবহারিক ক্লাসরুম হিসেবে কাজ করছে। এ ছাড়া, ক্লাবটি প্রতিবছর রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, উন্নতমানের খাদ্য বিতরণ, দরিদ্র ছাত্রদের মধ্যে ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।
প্রতিবছরের ন্যায় এই ক্লাবের শিক্ষার্থীরা ২০২৪ খ্রিষ্টাব্দে রাজধানী ঢাকার বিভিন্নস্থানে ছিন্নমূল মানুষের মধ্যে উষ্ণতার পরশ ছড়িয়ে দেয়ার জন্য শীতবস্ত্র বিতরণ করেছে।
এছাড়াও ঢাকার বাইরেও জয়পুরহাট, গাইবান্ধা, হবিগঞ্জ ও ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিধির মাধ্যমে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে। গত জানুয়ারি মাসে ১২ দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মানবিক এই কার্যক্রমে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বাত্মক সহযোগিতা করেছে।
নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানব প্রেমের বোধ সৃষ্টির জন্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সমাজসেবা ক্লাবের কার্যক্রম অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।