জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে। নতুন সময়সূচিতে ২৫ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যাললেয় ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি দেখতে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার সময় পরে জানানো হবে। প্রকাশিত সূচিতে দেখা গেছে, শুরুর দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে, পরীক্ষা চলাকালীন অন্তত তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করেত হবে। কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়।
এদিকে ডিগ্রি কোর্সের সেশনজট চিরতরে বন্ধ করতে ও সমস্যা নিরসনে অটোপাস দেয়ার দাবিতে ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মসূচি পালন করার কথা রয়েছে। এ কর্মসূচি শিক্ষার্থীরা পালন করেবেন।
৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে আমাদের সবার দ্রুত এক সঙ্গে ফলাফল ঘোষণা করতে হবে বলে জানান শিক্ষার্থীরা।
এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মসূচির আগের দিনে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।