ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর বকশীবাজারের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী ইশরাত জাহানকে দুই বছর সাত মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
তবে ইতিমধ্যে দুই বছর সাত মাস কারাগারে আটক থাকায় তাঁকে নতুন করে আর কারাভোগ করতে হবে না। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। ২০২০ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন ইশরাত জাহান।
সাইবার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম শামীম জানান, এ মামলায় গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে ইশরাত জাহানকে জিজ্ঞেস করেন, তিনি দোষী না নির্দোষ। দোষ স্বীকার করে নেন ইশরাত। পরে আদালত তাঁর পূর্ববর্তী কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে রায় ঘোষণা করেন।
ইশরাত জাহান বদরুন্নেসা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই বছরের ৬ নভেম্বর র্যাবের হাতে আটক হন তিনি। পরে রাজধানীর দারুস সালাম থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।