শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সব অঞ্চলের পরিচালক ও উপ পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনার চিঠি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
চিঠিতে বলা হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ২০২৪ খ্রিষ্টাব্দের তৃতীয় সভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা এ.এফ.হাসান আরিফের সভাপতিত্বে গত ৮ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সারা দেশে ডেঙ্গু রোগপ্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।