ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পর্যালোচনার সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বলেছে অধিদপ্তর।
অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের পাঠানো হয়েছে। সম্প্রতি চিঠিটি প্রকাশ করেছে অধিদপ্তর।
গত ৯ আগস্ট অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সভাপতিত্বে সারাদেশের মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন, মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার কার্যক্রম পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভা সিদ্ধান্ত হয়, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে।
এ সিদ্ধান্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বলেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।