ডেনমার্কে ডেনিশ সরকারি বৃত্তি - দৈনিকশিক্ষা

ডেনমার্কে ডেনিশ সরকারি বৃত্তি

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

বিশ্বের সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম। শিক্ষাক্ষেত্রে অন্য ইউরোপীয় দেশগুলোর মতোই বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্যের দেশ। দেশটির উচ্চ মানের জীবনযাত্রার কারণে হাজারো শিক্ষার্থী ডেনমার্ক অভিমুখী হন। বাংলাদেশ থেকে বেশির ভাগ শিক্ষার্থী স্নাতকোত্তরের জন্য ডেনমার্ক গেলেও সেখানে স্নাতক করারও বেশ ভালো সুযোগ রয়েছে। এইচএসসি পাস বা মাধ্যমিক ডিপ্লোমাধারীরাও তাদের সনদ দিয়ে ডেনমার্কে স্নাতকের জন্য আবেদন করতে পারবেন। তবে এই সনদ ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোর সমমূল্য কি না, তা যাচাই করা হয়। 

বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ)। বিশ্ববিদ্যালয়টির এ স্কলারশিপ দেশটির সরকারি বৃত্তি হিসেবে পরিচিত। এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি ও উপবৃত্তির সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিলো। একটি জাতীয় প্রতিষ্ঠান হিসাবে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (SDU) পাঁচটি অনুষদ নিয়ে গঠিত - মানবিক, বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞানসহ মোট ৩২টি বিভাগ, ১১টি গবেষণা কেন্দ্র এবং একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়টি যোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ফোকাস করে। গবেষণার অন্যান্য ক্ষেত্রগুলো বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জাতীয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে অনুসরণ করা হয়।

ডেনমার্কের ব্যয়বহুল উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য সেরা উপায় হচ্ছে স্কলারশিপ। ডেনমার্ক তার বিদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বেশ ভালো স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। স্থানীয় শিক্ষার্থী ও স্কলারদের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে এই স্কলারশিপগুলোতে সহজেই আবেদন করা যেতে পারে। বিদেশি শিক্ষার্থীদের ডেনমার্কে পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ আছে। তবে জুন, জুলাই ও আগস্টে এ রকম কোনো বিধিনিষেধ নেই, পুরোটা সময়ই কাজ করা যায়।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার খরচের জন্য মাসে ৩ হাজার ডেনিশ ক্রোন দেয়া হবে। 

আবেদনের যোগ্যতা

ডেনমার্ক সরকারি বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। আগ্রহী প্রার্থীদের উচ্চশিক্ষার একটি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের ডেনমার্কে ডিগ্রি গ্রহণের সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেয়া হবে।

নির্বাচনের মানদণ্ড

আবেদনকারী প্রার্থীদের থেকে সেরা ও যোগ্য শিক্ষার্থীদের পয়েন্ট দেয়া হবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতে প্রার্থীদের ডেনিশ স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখের আগেই প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে https://www.sdu.dk/en/uddannelse/fees_and_funding/scholarships গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত দেখতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

 

এসএসসি পরীক্ষার রুটিন দেখুন - dainik shiksha এসএসসি পরীক্ষার রুটিন দেখুন ৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর - dainik shiksha ৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি - dainik shiksha সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নাম ফলক ভেঙে ‘বিজয়-২৪’ ব্যানার টানিয়ে দিলেন শিক্ষার্থীরা - dainik shiksha পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নাম ফলক ভেঙে ‘বিজয়-২৪’ ব্যানার টানিয়ে দিলেন শিক্ষার্থীরা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮.৪° সেলসিয়াস - dainik shiksha পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮.৪° সেলসিয়াস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বুয়েটে ভর্তি পরীক্ষা দুই ধাপে, আবেদন শেষ হচ্ছে আগামীকাল - dainik shiksha বুয়েটে ভর্তি পরীক্ষা দুই ধাপে, আবেদন শেষ হচ্ছে আগামীকাল কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কবি হেলাল হাফিজ আর নেই - dainik shiksha কবি হেলাল হাফিজ আর নেই please click here to view dainikshiksha website Execution time: 0.0035970211029053