দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল থেকে সবেমাত্র সিএসইতে পড়াশোনা শেষে একটি আইটি ফার্মে কাজ করছিলেন কে এম মিনহাজ উদ্দিন। গতকাল (বৃহস্পতিবার) অফিস শেষে বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে আড্ডায় মেতেছিলো সে। আড্ডার এক পর্যায়ে ক্ষুধা লাগলে আমিন নামে ছোট ভাইয়ের সঙ্গে বেইলি রোডের কাচ্চি ভাইয়ে খেতে যায় সে। এর মধ্যে আগুন লাগলে আমিন ৪ তলা থেকে লাফিয়ে পড়ে বেঁচে গেলেও পুড়ে কয়লা হন মিনহাজ।
শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাতের ঘড়ি, পেটে কাটা দাগ ও দাঁতের গড়ন দেখে মিনহাজের লাশ শনাক্ত করে তার পরিবার ও বন্ধুরা। মিনহাজের বন্ধু মেহেদী হাসান রিফাত বলেন, দীর্ঘদিন ধরে এক বন্ধু অসুস্থ ছিলো। তার সঙ্গে দেখা করতে অফিস থেকে সবাই টিএসসি এলাকায় জড়ো হন। আড্ডার এক পর্যায়ে ক্ষুধা পেলে বেইলি রোডে যায় তারা। হালকা নাস্তা করলেও দেরী হয়ে যাওয়ায় মিনহাজ ছোট ভাই আমিনকে নিয়ে কাচ্চি ভাইয়ে যায়। এরই মধ্যে এ ঘটনা ঘটে। ছোট ভাই আমিন ফোনে আগুনের খবর জানায় ও বলে সে চারতলা থেকে লাফ দিয়েছে তবে মিনহাজ ভেতরেই আছে। আজ আমরা তার লাশ শনাক্ত করলাম।