ফের বিতর্কে জড়ালেন খালেদ মাহমুদ সুজন। এবার বিপিএলের ম্যাচ চলাকালেই ড্রেসিংরুমে প্রকাশ্যে ধূমপান করলেন, যা ধরা পড়ল টিভি ক্যামেরায়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালকও। কোচিংয়ের সঙ্গেও জড়িত তিনি।
এবারের বিপিএলে খুলনা টাইগার্সের কোচের ভূমিকায় ছিলেন সুজন। তার দল আসরে মোটেও ভালো করেনি। তবে লিগ পর্বের শেষ ম্যাচে শুক্রবার ফরচুন বরিশালকে হারিয়েছে ১৭০ রান তাড়া করে। ৬ উইকেটের জয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে ওই ঘটনা ঘটে।
২০তম ওভারে ব্যাট করছিলেন মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। এমন সময় খানিক সময়ের জন্য খুলনার ড্রেসিংরুমে যায় টিভি ক্যামেরা। আর সেখানেই দেখা যায় ধূমপান করছেন সুজন। খেলা চলাকালে ক্রিকেট মাঠে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
বিপিএলের গত আসরে মাঠে ই-সিগারেট টেনে শাস্তির মুখে পড়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। দেশের ক্রিকেটে নীতি নির্ধারকদের আসনে থেকেও এবার নিয়ম ভেঙে সমালোচিত সুজন।